গ্রামীণফোন অ্যাকাডেমির মঞ্চে সম্মানিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

গ্রামীণফোন অ্যাকাডেমির মঞ্চে সম্মানিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

৮ আগস্ট, ২০২৩

গ্রামীণফোন অ্যাকাডেমি আয়োজিত মাস্টারক্লাসে প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পালক, এমপি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। জিপি অ্যাকাডেমির ৩৫০+ জন শিক্ষার্থী এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর লক্ষ্য এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব নিয়ে কথা বলেন। মাস্টারক্লাস শেষে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের মন্তব্যগুলো শোনেন। গ্রামীণফোন অ্যাকাডেমি পরবর্তীতে শিক্ষার্থীদের মন্তব্যগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে শেয়ার করবে এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে যোগাযোগ বজায় রাখা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়, এবার সোশ্যাল ইমপ্যাক্ট টিম সরাসরি মাঠপর্যায়ে গিয়ে এই ভূমিকা পালন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যাওয়া, প্রতিদিনের ক্যালেন্ডার ট্র্যাকিং, মধ্যরাতে মন্ত্রাণালয় থেকে ফোন আসা, রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা - এই সবকিছু মিলে এই অনুষ্ঠানটির আয়োজন নিয়ে হুমকিতে পড়তে হয়। তবে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’ - এ কথাটি এবার আমাদের জন্য সত্য হয়েছে। অবশেষে, অংশীদারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হয়েছে। অনুষ্ঠানটি প্রত্যাশিত সময়ের চেয়ে ১০ মিনিট বেশি চলে, যা এর সফলতা প্রমাণ করে।

এই অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসির আজমান বলেন, “এখনই সময়, আমাদের ভবিষ্যৎমুখী হয়ে উঠার আর সম্ভাবনাময় আগামীর কথা ভাবার। মনের জানালা সব সময় খোলা রাখতে হবে নতুন কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার জন্য কারণ, আমাদের পরবর্তী অর্জন আমাদের স্বপ্নতেই প্রতিফলিত হয়।”

পিআরএ টিমকে তাদের সহযোগিতা ও নির্দেশনার জন্য ধন্যবাদ জানানো হয়।

grameenphone