গ্রামীণফোন VoLTE

গ্রামীণফোন VoLTE হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওইয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G  নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন। ভোল্টির সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।

গ্রামীণফোন VoLTE - এর সুবিধা সমূহ:

ফাস্টেস্ট কল
কানেকশন

কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে
Ultra HD
ভয়েস কল

আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার
একসাথে ভয়েস কল
ও ইন্টারনেট ব্যবহার
এখন ভয়েস এবং ইন্টারনেট সার্ফিং সম্ভব একসাথে, fastest 4G নেটওয়ার্কে
দীর্ঘস্থায়ী ব্যাটারি
পারফর্মেন্স

হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি
 

গ্রামীণফোন VoLTE সার্ভিসটি ব্যবহার করতে যা প্রয়োজন

 
4 জি কভারেজ
4 জি সিম
VoLTE এনাবল্ড হ্যান্ডসেট
আপডেটেড ওএস
এনাবল সুইচ

iPhone 14 Pro Max iPhone 14 Pro Max
iPhone 14 Pro iPhone 14 Pro
iPhone 14 iPhone 14
iPhone 13 Pro Max iPhone 13 Pro Max
iPhone 13 mini iPhone 13 mini
iPhone 12 mini iPhone 12 mini
iPhone 12 Pro Max iPhone 12 Pro Max
iPhone 12 iPhone 12
iPhone 7 iPhone 7
iPhone 7 Plus iPhone 7 Plus
iPhone 8 iPhone 8
iPhone 8 Plus iPhone 8 Plus
iPhone X iPhone X
iPhone XR iPhone XR
iPhone XS iPhone XS
iPhone XS Max iPhone XS Max
iPhone 11 iPhone 11
iPhone 11 Pro iPhone 11 Pro
iPhone 11 Pro Max iPhone 11 Pro Max

 

VoLTE সম্পর্কে আরও জানুন

 

VoLTE কী?

VoLTE (Voice over LTE) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 4G স্পীডে ভয়েস কল করা যায়। এছাড়াও গ্রাহকরা দ্রুততর কল সেটআপ টাইমের মাধ্যমে HD কোয়ালিটি সম্পন্ন একেবারে পরিষ্কার ভয়েসের অভিজ্ঞতা নিতে পারবেন। VoLTE -এর মাধ্যমে গ্রাহকেরা ভয়েস কলের সময়েও 4G নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকেন এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই হাই-স্পীড 4G ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারেন। VoLTE এর কল চার্জ একেবারে 3G ভয়েস কল চার্জের মতোই হবে। এতে বাড়তি কোনো ইন্টারনেট চার্জ নেই।

VoLTE -এর সুবিধাগুলো কী কী?

HD ভয়েস কল: কথাগুলো এতোটাই পরিষ্কারভাবে শোনা যায় যে, মনে হয় যেন কথোপকথনগুলো পাশাপাশি বসেই করা হচ্ছে। দ্রুততর কল কানেক্ট: সাধারণ কলের চাইতে কল সেটআপ টাইম অধিক দ্রুততর। দক্ষ মাল্টি-টাস্কিং: এখন আপনার 4G ইন্টারনেট সেশন ব্যাহত হওয়া ছাড়াই কল করতে পারবেন। উন্নত ব্যাটারি লাইফ: ইন্টারনেট সেশন এবং কলের সময়ে ব্যাটারি ড্রেইন কম হবে।

VoLTE সার্ভিসটি চালু করতে আমাকে কী করতে হবে?

VoLTE সার্ভিসটি উপভোগ করতে চাইলে কলার এবং রিসিভার দুজনকেই নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
  • USIM/4G SIM সিমটি 4G/3G/2G (অটো) হিসেবে “নেটওয়ার্ক মোড” -এর সাথে এটি SIM স্লটে ব্যবহার করতে হবে।
  • VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।
  • জিপি 4G কাভারেজে থাকতে হবে।
  • আপনার হ্যান্ডসেট প্রস্তুতকারীর আপগ্রেড করা অপারেটিং সিস্টেম সফ্‌টওয়্যার থাকতে হবে।

VoLTE এবং সাধারণ ভয়েস কলের মধ্যে পার্থক্য কী?

VoLTE ব্যবহারকারীরা উপভোগ করবেন অভিনব HD ভয়েস। গ্রামীণফোনের গ্রাহকরা যারা VoLTE সার্ভিসটি ব্যবহার করবেন তারা সাধারণ কলের তুলনায় উন্নত মানের কল কোয়ালিটি এবং দ্রুততর কল সেটআপ টাইম উপভোগ করবেন।

4G/LTE এবং VOLTE এর মধ্যে পার্থক্য কী?

VoLTE সার্ভিসটির জন্য 4G/LTE নেটওয়ার্ক হলো পূর্বশর্ত। VoLTE (Voice over LTE) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 4G স্পীডে ভয়েস কল করা যায়। VoLTE ছাড়া আপনার ফোন ভয়েস কল 4G থেকে নেমে 3G নেটওয়ার্ক ব্যাবহার হয়ে থাকে । VoLTE সার্ভিসে ভয়েস কল উন্নত মানের 4G নেটওয়ার্ক ব্যবহার করেই হয়ে থাকে।

VoLTE ব্যবহার করার জন্য কি আমার VoLTE সাপোর্ট করে এমন ডিভাইস লাগবে?

হ্যাঁ। VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে। 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে। উন্নত মানের কল কোয়ালিটির অভিজ্ঞতা পাওয়ার জন্য, কল সেটআপ টাইম কম করার জন্য কলার এবং রিসিভার দুজনেরই USIM/4G SIM থাকতে হবে, ফোনে VoLTE অপশন চালু করার জন্য এবং 4G নেটওয়ার্কে থাকার জন্য আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার সহ VoLTE স্পোর্টেড হ্যান্ডসেট থাকতে হবে।

কোন হ্যান্ডসেট VoLTE সার্ভিস সাপোর্ট করে?

যেসব হ্যান্ডসেট VoLTE সার্ভিস সাপোর্ট করে সেগুলোর মডেল দেখতে ভিজিট করুন www.grameenphone.com/volte যেকোনো হ্যান্ডসেট মডেলে VoLTE সার্ভিস এনাবল করা হলে তা এখানে আপডেট করা হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।

অন্য কোনো অপারেটর বা আন্তর্জাতিক অপারেটরে কি VoLTE কল করা যাবে?

VoLTE কল দিয়ে শুধুমাত্র জিপি থেকে জিপি নম্বরে কল করা যাবে।

VoLTE কলে কি কোনো অতিরিক্ত চার্জ করা হবে?

না। VoLTE কলে 2G/3G ভয়েস কলের মতোই চার্জ করা হবে।

VoLTE কলে কি ইন্টারনেট ব্যবহৃত হয়? আমি যদি VoLTE ব্যবহার করি সেক্ষেত্রে কি বিল শকের কোনো সম্ভাবনা আছে?

না। আপনার চলমান ভয়েস প্ল্যান/প্যাক অনুযায়ী-ই VoLTE কলের চার্জ ধার্য হবে। বাড়তি কোনো ইন্টারনেট চার্জ নেই।

সকল 4G হ্যান্ডসেটেই কি VoLTE সার্ভিস পাওয়া যাবে? নাকি VoLTE সার্ভিস ব্যবহারের জন্য স্পেশাল কোনো হ্যান্ডসেট বা সেটিংস আছে?

না। সকল 4G হ্যান্ডসেটেই VoLTE সার্ভিস সাপোর্ট করবে না। গ্রামীণফোন নিজেদের নেটওয়ার্কে VoLTE সার্ভিসটি চালু করেছে। তবে হ্যান্ডসেট প্রস্তুতকারককেও যথাযথ অপারেটিং সিস্টেমও রিলিজ করতে হবে গ্রাহকদের জন্যে।

কেনার সময় কীভাবে বুঝবো যে হ্যান্ডসেটটি VoLTE সাপোর্ট করে কিনা?

যে সকল হ্যান্ডসেট মডেলের ক্ষেত্রে VoLTE প্রযোজ্য, সেগুলো গ্রামীণফোন ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও গ্রাহকরা বিক্রেতার কাছে জেনে নিতে পারেন।

VoLTE প্রযুক্তি কি চলমান 4G -এর চলমান স্পীড বাড়াবে?

ভয়েস কলের সময় VoLTE ব্যবহারকারীদের 4G নেটওয়ার্কের আওতায় থাকতে সহায়তা করে। ইন্টারনেট স্পীডে কোনো প্রভাব পরবে না।

VoLTE প্রযুক্তিতে কি মোবাইল ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়?

না। বরং আশা করা যায় ব্যাটারি পারফরমেন্স আরও বৃদ্ধি পাবে।

আমি কীভাবে বুঝবো যে আমার হ্যান্ডসেট/SIM VoLTE ব্যবহারের জন্য প্রস্তুত?

VoLTE সার্ভিসটি নিতে হলে আপনার USIM/4G SIM থাকতে হবে । এছাড়াও আপনার হ্যান্ডসেট প্রস্তুতকারীর আপগ্রেড করা অপারেটিং সিস্টেম সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।। যে সকল হ্যান্ডসেট মডেলের ক্ষেত্রে VoLTE প্রযোজ্য, চেক করতে ভিসিট করুন: https://www.grameenphone.com/volte

কোন কোন বিষয়ের ওপর VoLTE -এর ফিচারগুলো নির্ভর করে? আমি কি সবসময় একই রকম VoLTE সার্ভিস পাওয়ার আশা রাখতে পারি?

VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।

আমি কীভাবে বুঝবো যে আমি VoLTE নেটওয়ার্কে আছি?

VoLTE সার্ভিসটি 4G -এর একটি উন্নত ফিচার এবং এটি নির্দিষ্ট এলাকার 4G নেটওয়ার্ক কোয়ালিটির ওপর নির্ভর করবে। VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্টেড করে এমন হ্যান্ডসেট লাগবে 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে। উপরোক্ত সব শর্ত পূরণসাপেক্ষে, আপনার ফোন স্ক্রিনের উপরের বার এ 4G -এর সাথে HD/VoLTE আইকনটি দেখাবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি VoLTE কল করার জন্য প্রস্তুত।

এটি কি কল কানেক্টিং টাইম কমাবে?

হ্যাঁ। সাধারণ কলের চাইতে কল সেটআপ টাইম কম হবে। আরও উন্নত কল কোয়ালিটির অভিজ্ঞতা পেতে এবং কল সেটআপ টাইম কমাতে, কলার এবং রিসিভার দুজনেরই USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে।

ডুয়েল SIM হ্যান্ডসেট এর স্লট ২ এ আমার USIM টি ব্যবহার করলে কী VoLTE নেটওয়ার্ক পাবো?

VoLTE 4G নেটওয়ার্কে কাজ করে। তাই যদি স্লট ২ 4G সাপোর্ট করে, তাহলে আপনি VoLTE সার্ভিসটি পাবেন।

VoLTE কাভারেজে থাকার সময়ে আমার ফোনে কেন 3G/4G দেখায়?

এটি নির্দিষ্ট এলাকার নেটওয়ার্কের অবস্থার ওপর নির্ভর করবে। গ্রামীণফোন সবসময় উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা দেয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ। তাই অটল এবং উন্নতমানের নেটওয়ার্ক কোয়ালিটি নিশ্চিত করে সবসময়।

VoLTE নেটওয়ার্কের আওতায় থাকা অন্য অপারেটরের কল কি পাওয়া যাবে?

ভয়েস এবং ভিডিও কল এই দুটির জন্যই VoLTE সার্ভিসটি গ্রামীণফোনের জন্য প্রযোজ্য।

দেশের বাইরে রোমিং এর সময় কি আমি VoLTE সার্ভিসটি উপভোগ করতে পারবো?

দুঃখিত, রোমিংয়ে থাকার সময় 4G কলিং কাজ করে না। তবুও আপনি 3G এবং 2G নেটওয়ার্কে কল করতে পারবেন।

প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা কি VoLTE সার্ভিসটি নিতে পারবেন?

হ্যাঁ। এটি প্রিপেইড এবং পোস্টপেইড দুটি সংযোগের ক্ষেত্রেই প্রযোজ্য।

পুরো দেশেই কি VoLTE নেটওয়ার্ক কাজ করবে?

VoLTE সার্ভিসটি পুরো দেশের যেসব জায়গায় গ্রামীণফোনের 4G নেটওয়ার্ক কাজ করে সেসব জায়গায় কাজ করবে।

আমি যদি আমার 3G হ্যান্ডসেটে VoLTE/ LTE SIM ব্যবহার করি, তাহলে কি এটি কাজ করবে?

না। VoLTE সার্ভিসটি 4G/LTE নেটওয়ার্কে কাজ করে। VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্‌টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।

কাভারেজের আওতায় থাকার সময় সাপোর্টেড হ্যান্ডসেট থেকে VoLTE কল করতে হলে কি ইন্টারনেট মোড অন/এনাবেল করা আবশ্যক?

না। VoLTE কল করার জন্য ইন্টারনেট মোড অন করার দরকার নেই। তবে হ্যান্ডসেট সেটিং এ VoLTE কল/4G কলিং অপশন অন করতে হবে।

সব 4G হ্যান্ডসেট গ্রামীণফোন VoLTE সাপোর্ট করবে কি?

না, সব 4G হ্যান্ডসেট VoLTE সাপোর্ট করবে না। যে সব হ্যান্ডসেট VoLTE সাপোর্ট করে সেগুলোর তালিকা ওয়েবসাইটে আছে। আমরা পরবর্তীতে নতুন নতুন সাপোর্টেড হ্যান্ডসেটগুলোর তালিকাটি আপডেট করতে থাকবো

কোন কোন মডেলের আইফোন VoLTE সাপোর্ট করবে?

iPhone 7 এবং এর পরবর্তী সব আইফোন VoLTE সাপোর্ট করবে।

কোন কোন মডেলের হ্যান্ডসেট গ্রামীণফোন VoLTE সাপোর্ট করবে না?

iPhone 6, iPhone 6 Plus এবং এর আগের মডেলগুলো গ্রামীণফোন VoLTE সাপোর্ট করবে না।

আমার আইফোন হ্যান্ডসেট টি VoLTE রেডি কিনা তা কিভাবে বুঝা যাবে?

VoLTE ব্যবহার করতে হলে গ্রাহককে তার আইফোনটি লেটেস্ট iOS version 13.5 অথবা পরবর্তী iOS version -এ আপডেট করতে হবে।

iPhone -এ VoLTE ব্যবহার করতে হলে লেটেস্ট iOS version এর পাশাপাশি আর কিছুর প্রয়োজন আছে কি?

লেটেস্ট iOS version এর পাশাপাশি গ্রাহককে ক্যারিয়ার বান্ডেল 41.3 অথবা এর পরবর্তী ভার্সনে আপডেট করতে হবে।

উপরের সবগুলো শর্ত ঠিক থাকার পরও যদি আমার VoLTE ব্যবহার করতে সমস্যা হয় তাহলে কি করব?

সেক্ষেত্রে হ্যান্ডসেটের অ্যারোপ্লেন মোডটি অন বা অফ করে চেক করে দেখতে হবে যে OS আপডেটের পরে ক্যারিয়ার বান্ডেলটি পুশ করা হয়েছে কিনা।

আরও দেখুন

grameenphone