ইউটিলিটি মিটার রিচার্জ

এখন আর লাইনে দাঁড়িয়ে লম্বা সময় অপেক্ষা করতে হবে না। এখন যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আপনার ইউটিলিটি মিটার রিচার্জ করুন GPAY ব্যবহার করে। সকল গ্রামীণফোন গ্রাহক এখন স্মার্ট মিটার বা প্রিপেইড মিটারে গ্রামীণফোন বিল পরিশোধ সেবা ব্যবহার করে রিচার্জ করতে পারবেন । পাশাপাশি, মোবাইল ব্যবহার করেন না যারা তারাও তাদের বিল অনুমোদিত " GPAY " লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে পরিশোধ করতে পারবেন। তবে, এই ক্ষেত্রে, এজেন্ট গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করবে। এজেন্ট এবং গ্রাহক উভয়ই এই ধরনের পেমেন্টের জন্য কনফার্মেশন এসএমএস পাবেন। গ্রাহকদের কনফার্মেশন এসএমএস দিয়ে পেমেন্ট নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

(*777#) ডায়াল করে গ্রাহক আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় মাধ্যমেই GPAY অ্যাপ ব্যবহার করতে পারবেন।

সুবিধাসমূহঃ

  • যেকোনো জায়গা থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা বিল পরিশোধ করুন
  • এটি গ্রামীণফোন এবং অংশীদার ইউটিলিটি সেবাদাতা কতৃক প্রদানকৃত একটি সুরক্ষিত সেবা
  • GPAY মনোনীত এজেন্ট এবং জিপি সেন্টার এই সেবা সরবরাহ করছে
  • অ্যাপে থাকছে তাৎক্ষণিক লেনদেনের নোটিফিকেশন এবং বিবৃতি ডাউনলোডের অপশন

BPDB প্রিপেইড

  • GPAY এর ব্যবহার করে আপনার PDB বিল কীভাবে রিচার্জ করতে পারেন সে সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে লিঙ্কে ক্লিক করুন

DESCO প্রিপেইড

  • GPAY এর ব্যবহার করে আপনার DSCO বিল কীভাবে রিচার্জ করতে পারেন সে সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে লিঙ্কে ক্লিক করুন

WZPDCL প্রিপেইড

  • GPAY এর ব্যবহার করে আপনার WZPD বিল কীভাবে রিচার্জ করতে পারেন সে সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে লিঙ্কে ক্লিক করুন

Palli Biddyut

  • GPAY এর ব্যবহার করে আপনার Palli Biddyut বিল কীভাবে রিচার্জ করতে পারেন সে সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে লিঙ্কে ক্লিক করুন

grameenphone