বাংলাদেশে শুরু হলো “টেলিনর ইয়ুথ সামিট ২০১৪"

আগস্ট ২১ 2014

তরুণ প্রজন্মের জন্য আয়োজিত বৈশ্বিক প্রতিযোগিতা “টেলিনর ইয়ুথ সামিট ২০১৪” এর বাংলাদেশ অধ্যায়ের আয়োজন শুরু করেছে গ্রামীণফোন লিমিটেড। আজ সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়।

ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তরুণদেরকে সামাজিক পরিবর্তন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্ভাবনী পরিকল্পনা তৈরি করতে উদ্বুদ্ধ করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।  প্রতিযোগিতাটিতে প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবনী পরিকল্পনা পরিবেশনার আহবান জানানো হয়। ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ডিজিটাল যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, টেলিনর গ্রুপের কার্যক্রম পরিচালনাকারী দেশগুলোতে “সবার জন্য ইন্টারনেট” লক্ষ্য অর্জনের একটি অংশ। “সবার জন্য ইন্টারনেট” এর মাধ্যমে টেলিনর, সাধারন জনগনের জন্য জ্ঞান, তথ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সেবা সহজলভ্য করে তুলতে প্রয়াসী।

অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাথমিকভাবে প্রতিনিধি দল নির্বাচন করা হবে। এই প্রাথমিক দলগুলো থেকে দ্বিতীয় পর্বে ৪টি দল বাছাই করা হবে বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার জন্য। বাংলাদেশে চূড়ান্ত পর্বের বিজয়ীরা নরওয়ের অসলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলোর সাথে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করবে। বাংলাদেশের চূড়ান্ত পর্বে বিজয়ী নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশগ্রহনের সুযোগ পাবেন।

“এদেশের তরুণরা তাদের উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা সম্ভাবনা রাখে। টেলিনর তাদেরকে এমন একটি সুযোগ প্রদান করছে যার মাধ্যমে তারা পুরো পৃথিবীকে চমৎকৃত করতে পারবে,” বলেন গ্রামীণফোন এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মদ শাহেদ।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইবিএ এর সাফা তাসনিম এবং সামি তাহসিন বাংলাদেশে টেলিনর ইয়ুথ সামিটে বিজয়ী হয় এবং অসলো-তে আয়োজিত প্রথম ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

গ্রামীনফোনের প্রধান শেয়ারহোল্ডার টেলিনর গ্রুপের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে এই টেলিনর ইয়ুথ সামিট যা তরুণদের শিক্ষা ও উন্নয়নকে সুযোগ প্রদান করে।

কর্পোরেট কমিউনিকেশন

গ্রামীণফোন লিমিটেড

ফোন: ৯৮৮২৯৯০

grameenphone